Last Updated: Friday, October 11, 2013, 09:40
আজ মহাসপ্তমী। নবপত্রিকার স্নানে সপ্তমীর সূচনা হল। মণ্ডপে, মণ্ডপে শুরু হয়েছে পুজো। দেবীকে প্রতিষ্ঠা ও আমন্ত্রণের দিন আজ। গতকাল বৃহস্পতিবার সকালে দেবীর ষষ্ঠ্যাদি ও বোধনের মধ্য দিয়ে পাঁচালি মতে শুরু হয় দুর্গোত্সব।