Last Updated: Wednesday, November 20, 2013, 13:07
বহাল তবিয়তেই রয়েছেন নিউ টাউন থানার আইসি অশেষ বিক্রম দস্তিদার। উল্টে বদলি করা হয়েছে অভিযোগকারিকেই। বদলি স্থল পূর্তভবনের আরও- অফিস। দুদিন আগে আইসির বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন থানায় কর্মরত এক মহিলা কনস্টেবল। তাঁর অভিযোগ ছিল, চাইল্ড কেয়ার লিভ চাইতে গেলে আইসি তাকে কুপ্রস্তাব দেন।