Last Updated: Tuesday, June 11, 2013, 11:59
একদিকে কড়া হাতে মাওবাদী সন্ত্রাসের মোকাবিলা। অন্যদিকে, মাওবাদী এলাকাগুলির উন্নয়নে আরও বরাদ্দ বৃদ্ধি। মাওবাদী মোকাবিলায় দ্বিমুখী এই কৌশল থেকে সরছে না কেন্দ্র। তবে আরও নিখুঁত করে তোলা হবে রণকৌশল। সোমবার দিল্লিতে মাওবাদী মোকাবিলায় সর্বদল বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মাওবাদী মোকাবিলায় রাজ্যগুলিকে সবকরম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।