Last Updated: Monday, February 18, 2013, 12:31
প্রেমিক না দেড় বছরের মেয়ে। দু`জনের মধ্যে প্রেমিককেই বেছে নিল পশ্চিম মেদিনীপুরের বেলিয়াবেড়া গ্রামের লক্ষী। মাতৃত্বকে টেক্কা দিল প্রণয়ীনি সত্ত্বা। আর তাই দেড় বছরের শিশুকে নদীর পাড়ে পুঁতে দিয়ে খুনের চেষ্টা করতে একবারও হাত কাঁপল না তার। গ্রামবাসী এবং পুলিসের চেষ্টায় অবশ্য উদ্ধার করা গিয়েছে একরত্তি শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি শিশুটি। লক্ষী এবং তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিস। আজ তাদের ঝাড়গ্রাম আদালতে তোলা হবে।