Last Updated: Saturday, August 3, 2013, 21:01
মাওবাদী সন্দেহে ধৃত মাতঙ্গিনী মহিলা সমিতির সদস্য জয়িতা দাসকে ১৬ অগাস্ট পর্যন্ত পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার সন্ধেয় টালিগঞ্জ এলাকা থেকে জয়িতাকে গ্রেফতার করে কলকাতা পুলিসের এসটিএফ। পুলিসের দাবি, জয়িতা মাওবাদীদের কলকাতা জেলা কমিটির সক্রিয় সদস্য। জয়িতার বাড়ি চারু মার্কেট থানা এলাকায়। গতকাল বিকেলে তাঁর বাড়িতেও তল্লাসি চালায় পুলিস। পুলিসের দাবি জয়িতার বাড়ি থেকে মাওবাদীদের বেশকিছু গুরুত্বপূর্ণ নথি ও বই উদ্ধার হয়েছে।