Last Updated: Sunday, March 10, 2013, 13:05
পুলিস ও দমকলের উপযুক্ত পরিকল্পনা ও পরিকাঠামোর অভাবে আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক মানসিক ভারসাম্যহীন যুবকের। গতকাল পরিবারের সদস্যদের চোখ এড়িয়ে পুরুলিয়া শহরে আবাসনের ছাদের ওপর চিলেকোঠায় উঠে যায় সে। দীর্ঘ বারো ঘণ্টা ধরে চেষ্টা করেও তাঁকে নামাতে পারেননি পরিবারের সদস্যরা। পুলিসে খবর দেওয়া হয়। দমকল বাহিনী এসে ওই যুবকের কাছে পৌঁছনর চেষ্টা করে। কিন্তু চিলেকোঠার কার্নিশে চলে যায় ওই যুবক। দীর্ঘক্ষণের চেষ্টার পরও তাঁকে নামানো সম্ভব হয়নি।