Last Updated: Tuesday, June 3, 2014, 22:36
এভাবেও ফিরে আসা যায়। এই স্লোগানটাই বোধহয় ফরাসি ওপেনে মারিয়া শারাপোভা কে নিয়ে সেরা স্লোগান হয়ে গেছে। শেষ ষোলোয় সামন্থা স্তোসুরের বিরুদ্ধে যেভাবে প্রায় হারা ম্যাচ জিতে নিয়েছিলেন, সেই কায়দাতেই কোয়ার্টার ফাইনালেও মহাপ্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নিলেন মারিয়া শারাপোভা।