Last Updated: Wednesday, June 12, 2013, 22:40
আগামী মরসুমের ইস্টবেঙ্গল কোচ হলেন মার্কোস ফ্যালোপা। ৬২ বছর বয়সী ব্রাজিলীয় কোচের হাতেই তুলে দেওয়া হল চিড্ডি-মোগাদের দায়িত্ব। বুধবার ক্লাবতাঁবুতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল মরগ্যানের উত্তরসূরির নাম। কোচ মার্কোস ফ্যালোপার ছেলে আমেরিকো ফ্যালোপা হচ্ছেন ইস্টবেঙ্গলের ফিটনেস কাম গোলকিপার কোচ।