মালদা জেলা পরিষদ গঠন - Latest News on মালদা জেলা পরিষদ গঠন| Breaking News in Bengali on 24ghanta.com
একাই মালদায় জেলা পরিষদ গঠন করতে চায় কংগ্রেস

একাই মালদায় জেলা পরিষদ গঠন করতে চায় কংগ্রেস

Last Updated: Monday, August 5, 2013, 17:15

মালদায় জেলা পরিষদ গঠনে একলা চলো নীতিতেই চলবে কংগ্রেস। কংগ্রেস বোর্ড গঠনের হাল ছাড়তে রাজি নয়। তবে বোর্ড গঠনের চেষ্টায় তৃণমূলের সাহায্য চাওয়ায় সায় নেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের।  মালদা জেলা পরিষদে নিরঙ্কুশ গরিষ্ঠতা পায়নি কোনও দলই। কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। বামেদেরও প্রাপ্ত আসন ১৬। তৃণমূলের দখলে রয়েছে ৬ টি আসন। ইতিমধ্যেই বামেদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বোর্ড গঠনে তাঁরা কোনও অনৈতিক বোঝাপড়ায় যাবে না। তাহলে কোন পথে কংগ্রেস বোর্ড গঠন করবে তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।