মালালা ডে - Latest News on মালালা ডে| Breaking News in Bengali on 24ghanta.com
শিক্ষাই মুক্তির একমাত্র পথ: মালালা

শিক্ষাই মুক্তির একমাত্র পথ: মালালা

Last Updated: Friday, July 12, 2013, 21:27

তালিবানি নিষেধাজ্ঞা অমান্য করে পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন ১৫ বছরের মেয়েটি। ফল স্বরূপ গুলিবিদ্ধ হতে হয় তাঁকে। আজ ৯ মাস পর তাঁর ষোলে বছরের জন্মদিনেও মালালা ইউসুফ জাইয়ের গলায় শোনা গেল সেই একই বার্তা। জন্মদিনে রাষ্ট্রসঙ্ঘে বক্তৃতা দিলেন মালালা। জানালেন, শিক্ষাই মুক্তির একমাত্র পথ।