Last Updated: Friday, September 28, 2012, 16:56
অজিত পওয়ার ইস্তফা ইস্যুতে কী তবে দ্বিধাবিভক্ত হয়ে পড়বে এনসিপি? দলের বিধায়কদের সঙ্গে এনসিপি প্রধান শরদ পওয়ারে বৈঠকের আগে এখন এই প্রশ্নই রাজনৈতিক মহলে। ইস্তফা ইস্যুতে অজিত পওয়ারের পাশেই দাঁড়িয়েছে পওয়ার পরিবার।