Last Updated: Friday, October 25, 2013, 15:45
এ যেন মহাভোজের আগে হালকা খেয়ে জমি তৈরি করা। আগামী সপ্তাহে মুক্তি পেতে চলেছে বছরের সবথেকে বিগ বাজেট ছবি কৃষ থ্রি। ১৫ নভেম্বর রামলীলা। তার আগে এই সপ্তাহে তাই কম বাজেটের ছবির ওপর দিয়েই চালাতে চাইছে বলিউড। সাতটি কম বাজেটের ছবি নিয়ে হাজির বক্সঅফিস।