মিডল্যান্ড পার্ক - Latest News on মিডল্যান্ড পার্ক| Breaking News in Bengali on 24ghanta.com
সল্টলেক থেকে জাল বিছিয়েছিলেন সুদীপ্ত

সল্টলেক থেকে জাল বিছিয়েছিলেন সুদীপ্ত

Last Updated: Wednesday, April 24, 2013, 20:53

সল্টলেক থেকেই রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও প্রতারণার জাল ছড়িয়ে দিয়েছিলেন সুদীপ্ত সেন। তদন্তে নেমে এমন তথ্যই এসেছে পুলিসের হাতে। শুধুমাত্র সল্টলেক এলাকাতেই তাঁর সাতটি সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। এরমধ্যে কোনওটিতে গভীর রাত পর্যন্ত চলত বৈঠক, কোথাও রাখা হত গুরুত্বপূর্ণ নথি। নির্দিষ্ট কয়েকজন পদাধিকারীর সই করা এন্ট্রি পাস নিয়েই মিলত ভেতরে ঢোকার অনুমতি ।