Last Updated: Sunday, October 7, 2012, 21:03
`দোহাই তোদের একটুকু চুপ কর, ভালবাসিবারে দে আমারে অবসর...` ডালহৌসি থেকে ২৩ কিলোমিটার এবং কালাতোপ থেকে ১৩ কিলোমিটার দুরে অবস্থিত ভারতের সেই মিনি সুইজারল্যান্ড, খাজিয়ার। ভারতবর্ষের ঊষ্ণ রোমান্টিকতা ঘেরা এক নন্দন কানন।