Last Updated: Sunday, November 3, 2013, 11:57
অফিস যাওয়ার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। মৃতের নাম পরাগ কমলকান্ত শাহ। হাওড়ার বাসিন্দা পরাগবাবু রবিবার সকালে বাসে করে অফিস যাচ্ছিলেন। মিন্টোপার্কে বাস থেকে নামেন পরাগবাবু। তখনই উল্টোদিক থেকে আসা নাকতলা-হাওড়াগামী একটি মিনিবাস পিছন থেকে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলে মৃত্যু হয় পরাগবাবুর। নাকতলা-হাওড়ার চালক এবং কন্ডাক্টর পলাতক।