Last Updated: Wednesday, September 25, 2013, 13:38
রক্তস্নানের পর এখন শান্ত উত্তরপ্রদেশের মুজফ্ফরাবাদ। রাজনীতিকরা ব্যস্ত লাভক্ষতির অঙ্ক কষতে। চলছে হতাহত আর ঘরছাড়াদের হিসেব নিকেশ। এর আড়ালে নিঃশব্দে ঘটে গিয়েছে আরেকটি বিপর্যয়। নিরাপত্তার অভাবে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বেশ কিছু কিশোরীর।