মুম্বই হানা - Latest News on মুম্বই হানা| Breaking News in Bengali on 24ghanta.com
আবু জুন্দালের মুখোমুখি এবার আবদুল রাফে

আবু জুন্দালের মুখোমুখি এবার আবদুল রাফে

Last Updated: Sunday, August 12, 2012, 13:13

কসাভের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরায় উঠে এসেছে একাধিক তথ্য। সেই একই পন্থা অবলম্বন করে মুম্বই সন্ত্রাস তদন্তে আরও গতি আনতে চান তদন্তকারী অফিসারেরা। এবার আবু জুন্দালের মুখোমুখি বসানো হবে তার অন্যতম সহযোগী আবদুল রাফেকে। তিন দিন আগে মহারাষ্ট্রের বিদ জেলায় গ্রেফতার করা হয়েছে রাফেকে। জেরায় জুন্দাল জানিয়েছিল, সৌদি আরবে থাকাকালীন মুম্বই সন্ত্রাসের পরিকল্পনার কথা রাফেকে সবিস্তারে বলেছিল সে।