Last Updated: Friday, March 22, 2013, 17:19
১৯৯৩, ১২ মার্চ। মুম্বাই। ধারাবাহিক বিস্ফোরণের ২০ বছর পর অস্ত্র আইনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ফের জেলে পাঠানোর রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। সঞ্জু বাবার পাঁচ বছরের হাজত বাসের সাজা লাঘব করতে তাঁর পাশে দাঁড়িয়েছে গোটা ইন্ডাস্ট্রি। এই তালিকায় নবতম সংযোজন দত্ত পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রবীণ আভিনেত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। গতকাল তিনি বলেন, "আমি নিজে রাজ্যপালের কাছে যাব।" সঞ্জয়ের মুক্তির জন্য তিনি নিজে রাজ্যপালকে দরবার করবেন বলে জানিয়েছেন জয়া।