Last Updated: Tuesday, November 12, 2013, 20:19
ভাড়া বৃদ্ধির পর কলকাতা মেট্রোয় পরিষেবায় উন্নতি আনার জন্য জোড়া খুশির আসতে চলেছে। ছুটির দিন রবিবার আর দুপুর পর্যন্ত অপেক্ষা নয় সকাল ১০টা থেকেই চালু হয়ে যেতে পারে মেট্রো পরিষেবা। সঙ্গে বাড়তে পারে রেকের সংখ্যাও। সেক্ষেত্রে ভিড়ের চাপ অনেকটাই কমতে চলেছে।