Last Updated: Saturday, August 10, 2013, 21:30
বত্রিশ বছর আগের একটি সাদা কালো ছবি। আর সেই ছবির সূত্র ধরেই নিজের মেয়েকে চিনতে পারলেন মা। না কোনও সিনেমার গল্প নয়। মর্মস্পর্শী এই ঘটনার স্বাক্ষী নদিয়ার হরিণঘাটার বাসিন্দা সাধনা দেবনাথ। সেই নিখোঁজ মেয়ের ঠিকানা এখন সুইজারল্যান্ডে জুরিখ। কিন্তু তাতে কী? এখনও নিজের মেয়েকে ফিরে পাওয়ার আশায় বসে রয়েছেন প্রৌঢ়া মা।