Last Updated: Friday, November 15, 2013, 23:01
কিছুদিন আগেই রনবীর কপূরের সঙ্গে একান্তে ছুটি কাটাতে স্পেনে গিয়েছিলেন ক্যাটরিনা। সমুদ্রতটে তাঁদের খুনসুটির ছবি ধরা পড়েছিল মিডিয়ার ক্যামেরায়। তাতে বেশ বিরক্তই হয়েছিলেন ক্যাটরিনা। তবে এতদিন রাগ কমে গেছে ক্যাটের। শুধু একটাই দুঃখ বিকিনিটা ম্যাচিং ছিল না তখন।