Last Updated: Friday, October 18, 2013, 19:43
কারও সর্বনাশে কারও পৌষমাস! টাকার পতনে নাটকীয় উত্থান ঘটছে ভারতেরই এক শিল্পক্ষেত্রের। মেডিক্যাল ট্যুরিজম। যার একপিঠে চিকিত্সার জন্য ভারতে পদার্পন। অন্য পিঠে সুলভে ভ্রমণ। ডলার, ইউরোর তুলনায় টাকার দাম পড়তেই বিদেশিদের মধ্যে শুরু হয়ে গিয়েছে হুড়োহুড়ি। কুয়েত থেকে কাতার, বাংলাদেশ থেকে ব্রিটেন, সকলেরই গন্তব্য এখন ভারত।