Last Updated: Thursday, August 29, 2013, 21:56
গত সপ্তাহেই মুক্তি পেয়েছে ম্যাড্রাস ক্যাফে। সমালোচকদের প্রশংসা, বক্সঅফিসের আনুকূল্য পেলেও বিভিন্ন তামিল গ্রুপের প্রতিবাদের মুখেও পড়তে হয়েছে। বিতর্কও পোহাতে হচ্ছে বিস্তর। এই অবস্থায় সেন্সর বোর্ডের এগিয়ে এসে পরিচালকদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করেন ফারহান আখতার।