Last Updated: Tuesday, April 22, 2014, 19:25
টানা ব্যর্থতার জেরে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল ডেভিড মোয়েসকে। অন্তর্বতী ম্যানেজার হিসাবে নিয়ে আসা হল লাল জার্সির দীর্ঘ যুদ্ধের নায়ক রায়ান গিগিসকে। আগামি নরউইচের বিরুদ্ধে ইপিএলের ম্যাচেই রায়ান গিগসের কোচিংয়ে খেলতে দেখা যাবে ম্যান ইউকে।