Last Updated: Friday, April 5, 2013, 21:43
২০০২ গুজরাত দাঙ্গা। ২০১৩-র রাজনীতি। মাঝে দশটা বছর। এই নিরিখে গুজরাত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে `যমরাজ` আখ্যা দিল কংগ্রেস। হিন্দুধর্ম মতে যমরাজের সঙ্গে গুজরাত রূপকারের সমীকরণ টেনে কটাক্ষের নতুন বিতর্কের জন্ম দিল গ্র্যান্ড পার্টি।