Last Updated: Friday, September 28, 2012, 18:09
যোগবাণী এক্সপ্রেসে হামলা। গুলি করে খুন করা হল এক যাত্রীকে। মৃতের নাম কে ছাগর। বিহারের কাটিহার থেকে যোগবাণী এক্সপ্রেসে বীরভূমের রামপুরহাটে ফিরছিলেন তিনি। পথে বিহারের কুরেথা আর লাভা স্টেশনের মাঝে ট্রেনে দুষ্কৃতী হামলা হয়।