Last Updated: Monday, October 3, 2011, 16:39
বত্রিশ টাকাকে শহুরে আম আদমির দারিদ্র-সূচক আর ছাব্বিশ টাকাকে গ্রামের মানুষের দারিদ্রের মাপকাঠি হিসাবে চিহ্নিত করায় দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল মনমোহন সিং সরকারকে। সেই বিতর্কে ইতি টানতে সোমবার বৈঠকে বসেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ এবং যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়া।