Last Updated: Thursday, April 3, 2014, 19:05
কর ফাঁকি দিয়ে সোনাগাছি এলাকার বিভিন্ন বাড়ি থেকে আয় হওয়া কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে লোকসভা নির্বাচনের কাজে। দিন কয়েক আগে এমনই অভিযোগ পৌছয় নির্বাচন কমিশনের দফতরে। তদন্ত নেমে আজ ওই এলাকার দশটি বাড়িতে অভিযান চালায় কমিশনের খরচ সংক্রান্ত নজরদারি কমিটি এবং আয়কর বিভাগ। তল্লসিতে মিলেছে নগদ দেড় কোটি টাকা এবং বিপুল পরিমাণ হিসাব-বর্হিভূত সম্পত্তির হদিশ ।