Last Updated: Friday, August 16, 2013, 22:04
ফের রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়ে গেল মিশরে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ইতিমধ্যেই অন্তত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রামসেস স্কোয়ার থেকেই ৪১ জনের মৃত্যুর খবর মিলেছে। বুধবারের সেনা অভিযানের প্রতিবাদে আজ দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় মুসলিম ব্রাদারহুড। সেনাবাহিনীর গণহত্যার প্রতিবাদেই এই কর্মসূচি।