রঙ - Latest News on রঙ| Breaking News in Bengali on 24ghanta.com
এক রঙে মিলে গেলে ভারত-বাংলাদেশ

এক রঙে মিলে গেলে ভারত-বাংলাদেশ

Last Updated: Friday, November 9, 2012, 21:23

ক্যানভাসে রঙ তুলির ছোঁয়ায় মিলিয়ে গেল সীমান্তের বাধা। শুক্রবার সকালে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন চত্বরে একসঙ্গে ছবি আঁকলেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। একইসঙ্গে শুরু হল তিনদিন ব্যাপী আর্ট ক্যাম্প। অংশ নিচ্ছেন দুই দেশের নামী চিত্রশিল্পীরা।