রঞ্জনা আমি আর আসবো ন - Latest News on রঞ্জনা আমি আর আসবো ন| Breaking News in Bengali on 24ghanta.com
দত্ত vs গানওয়ালা

দত্ত vs গানওয়ালা

Last Updated: Wednesday, November 28, 2012, 21:10

অভিমান জমা হচ্ছিল এবছরের জাতীয় পুরস্কারের সময় থেকেই। এবারে আর চেপে রাখতে পারলেন না কবীর সুমন। অঞ্জন দত্তর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগরে দিলেন তিনি। এমনকী একই মঞ্চে মুখোমুখি হওয়ার ওপেন চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন গানওয়ালা।