Last Updated: Sunday, July 21, 2013, 19:31
বাঙালির শেষপাত মিষ্টি ছাড়া এক্কেবারে পানসে। সেই মিষ্টি যদি ধবধবে সাদা চমচমের বাহার সাজিয়ে আসে? তাহলে কোনও কথা হবে না বস! জাস্ট খাওয়া। তবে খাওয়ার আগে বানাতেও তো জানতে হবে? তাই এবার আপনাদের জন্য রইল আমাদের চমচমের মিঠা রেসিপি।