Last Updated: Friday, June 28, 2013, 22:05
পর্দায় নিজের জীবন দেখে চোখে দল এসে গেল মিলখা সিংয়ের। রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ভাগ মিলখা ভাগ দেখে ৮২ বছরের মিলখা বলেন, "ছবির কিছু কিছু দৃশ্য দেখে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। আমার সেই কঠিন লড়াইয়ের দিনগুলো মনে পড়ে গেছে। দেশভাগের সময়ের দিনগুলো, যখন আমার কাছে চাকরি ছিল না, খাওয়াও জুটত না রোজ। পর্দায় সেই দিনগুলো দেখে আমি কান্নায় ভেঙে পড়েছিলাম।"