রাজ ঠাকারে - Latest News on রাজ ঠাকারে| Breaking News in Bengali on 24ghanta.com
রাজ ঠাকরের গ্রেফতারিতে স্তব্ধ মুম্বই, উত্তপ্ত মহারাষ্ট্র, পরে শর্তসাপেক্ষে ছাড়া পেলেন এমএনএস প্রধান

রাজ ঠাকরের গ্রেফতারিতে স্তব্ধ মুম্বই, উত্তপ্ত মহারাষ্ট্র, পরে শর্তসাপেক্ষে ছাড়া পেলেন এমএনএস প্রধান

Last Updated: Wednesday, February 12, 2014, 14:00

টোল ট্যাক্স নিয়ে উস্কানিমূলক মন্তব্যের জন্য এমএনএস প্রধান রাজ ঠাকরেকে গ্রেফতার করা হল। আজ সকালে মহারাষ্ট্র পুলিস রাজ ঠাকরেকে গ্রেফতার করার পরই উত্তপ্ত হয়ে পড়ে রাজ্য ৷ অবরোধের জেরে যানজটে স্তব্ধ মুম্বই৷ দলের প্রধানকে গ্রেফতারের পর মুম্বই, পুণে সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অবরোধ শুরু হয়েছে।