Last Updated: Tuesday, February 12, 2013, 17:47
রাজ্যে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের যাবতীয় নজির ছাপিয়ে গেল গার্ডেনরিচে কলেজের ঘটনা। প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন পুলিসের এক সাব ইনেস্পেক্টর। হরিমোহন ঘোষ কলেজে টিএমসিপি এবং ছাত্রপরিষদের সংঘর্ষের জেরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। কলেজের সংসদ দখলের লড়াইয়ের রক্তাক্ত পরিণতির পরই চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।