রাজপথের রাজনীতি - Latest News on রাজপথের রাজনীতি| Breaking News in Bengali on 24ghanta.com
প্রতিবাদের তিন রূপ,পথ আলাদা

প্রতিবাদের তিন রূপ,পথ আলাদা

Last Updated: Monday, October 1, 2012, 13:11

একই দিনে তিনটে বড় সভা। দুটো রাজ্যের রাজধানীতে আর একটা দেশের প্রাণকেন্দ্রে। বামফ্রন্ট, তৃণমূল, কংগ্রেস তিন দলই আজ প্রতিবাদের মঞ্চ হিসাবে বেছে নিল রাস্তাকে। জাতীয় রাজনীতিতে মাটি ফিরে পেতে দিল্লির যন্তর মন্তরে ধরনায় তৃণমূল কংগ্রেস। মমতাকে পাল্টা চাপ দিতে তাঁর দুর্গে মিছিলের পথে কংগ্রেসর। আর রাজ্যে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হওয়ার প্রেক্ষাপটে দাঁড়িয়ে বামফ্রন্টের ধর্মতলায় বিরাট সমাবেশ।