Last Updated: Sunday, October 20, 2013, 18:53
বাকিংহাম প্যালেসে নয়। প্রথা ভেঙে ব্রিটিশ নতুন রাজপুত্র জর্জের খ্রিস্টিয় মতে নামকরণের অনুষ্ঠান হল সেন্ট জেমস প্যালেসে। বর্তমান রাণী দ্বিতীয় এলিজাবেথের পর এ থেকেই রাজ পরিবারের গণ্যমান্য সব সদস্যেরই নামকরণের অনুষ্ঠান হয়ে আসছে বাকিংহাম প্যালেসেই। এবার সেই প্রথা ভাঙল রাজপুত্র উইলিয়ামসের ছেলের হাত ধরে।১৯২৬-র পয়লা জুন। বাকিংহাম প্যালেসের একটি প্রাইভেট চ্যাপেলে ডিউক আর ডাচেস অব ইয়র্কের সঙ্গে মেফেয়ারের বাড়ি থেকে খ্রিস্টিয় মতে নামকরণের জন্য এসেছিলেন ছোট্ট এলিজাবেথ। পরবর্তীতে তিনিই দ্বিতীয় এলিজাবেথ হিসেবে বসেছিলেন ব্রিটিশ সিংহাসনে।