Last Updated: Thursday, February 14, 2013, 15:34
রানি মুখার্জি না রানি চোপড়া? বহুদিন ধরেই এই রহস্য উদঘাটন করতে গিয়ে ঘুম ছুটে যাচ্ছে ভক্তদের। এবার তারা কিছুটা আশ্বস্ত হলেও হতে পারেন। যশ চোপড়ার মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসে আরও এক তথ্য উন্মোচিত করলেন শত্রুঘ্ন সিনহা। সরাসরি রানি মুখার্জিকে রানি চোপড়া বলে সম্বোধন করলেন শত্রুঘ্ন!