Last Updated: Thursday, July 18, 2013, 22:58
কামদুনির পর এবার কলকাতা ফিরল খরজুনা। রাষ্ট্রপতি সহ দিল্লির একঝাঁক নেতার সঙ্গে দরবার সেরে ঘরে ফিরল রানিতলাও। মুর্শিদাবাদের প্রত্যন্ত এই দুই গ্রামের আন্দোলনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার শিয়ালদা স্টেশনে হাজির ছিল বরুণ বিশ্বাসের সুটিয়া।