Last Updated: Monday, March 3, 2014, 11:14
আজ শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংশ দেবের ১৭৯ তম জন্মতিথি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দিনটি পালিত হচ্ছে বেলুড়মঠে। ভোর সাড়ে চারটের মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে অনুষ্ঠান। তারপর উষা কীর্তণ। দক্ষিণেশ্বর, বেলুড় মঠে ভক্তদের জনসমুদ্রের মাঝে চলছে এই জন্মতিথি অনুষ্ঠান।