Last Updated: Sunday, July 7, 2013, 21:32
মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন ১৫ দিনে চার্জশিট, একমাসের মধ্যে বিচার করে দোষীদের শাস্তি। কিন্তু, ডেডলাইন পালন করতে পারল না তাঁর পুলিস। কামদুনি কাণ্ডের ত্রুটিপূর্ণ চার্জশিট আদালতে জমা পড়ে ২৫ দিনের মাথায়। আর আজ ঘটনার একমাস পূর্ণ হল। দোষীদের শাস্তি পাওয়ার প্রতিশ্রুতি পূরণ হয়নি। সুবিচারের আশায় এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কথা ভাবছেন কামদুনির মানুষ।