Last Updated: Saturday, November 19, 2011, 21:11
১৮ জন ডিএসএ সমর্থকের ভোটাধিকার কেড়ে নিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযোগে মেডিক্যাল কলেজে রিলে অনশনে বসলেন ছাত্র সংগঠন ডিএসএ-র সমর্থকরা। অধ্যক্ষের ঘরের সামনে শুরু হয়েছে রিলে অনশন কর্মসূচি। আগামী পঁচিশে নভেম্বর মেডিক্যাল কলেজে ছাত্র সংসদ নির্বাচন।