রুচিরা মিশ্র - Latest News on রুচিরা মিশ্র| Breaking News in Bengali on 24ghanta.com
জি নিউজের অওধ সম্মান

জি নিউজের অওধ সম্মান

Last Updated: Friday, November 2, 2012, 14:28

উত্তরপ্রদেশের বিশিষ্ট শিল্পীদের সম্মান জানাল জি নিউজ উত্তরপ্রদেশ। গতকাল সন্ধ্যায় লখনৌতে এক অনুষ্ঠানে তাঁদের সম্মানিত করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ মাতাপ্রসাদ সিং সহ আরও অনেকে।