Last Updated: Monday, August 13, 2012, 23:50
প্রত্যেক অলিম্পিকের মত এবারের অলিম্পিকেও বহু রেকর্ড ভাঙা এবং গড়া হয়েছে। কিন্তু কাদের জন্য লন্ডন অলিম্পিক খবরের শিরোনামে? কারা স্মরণীয় করে রাখলেন দুহাজার বারোর অলিম্পিককে। সেই বিভিন্ন ঘটনাকে নিয়ে থাকছে এক টুকরো কোলাজ।