Last Updated: Friday, September 20, 2013, 10:20
চল্লিশ ঘণ্টা পরও ঘেরাওমুক্ত হলেন না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য ও রেজিস্ট্রার। র্যাগিং এ অভিযুক্ত দুই ছাত্রের শাস্তি মকুবের দাবিতে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ফেটসু ও আফসু। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শাস্তি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও অনড় তাদের অবস্থানে। শাস্তি পুর্বিবেচনার কোনও প্রশ্নই নেই বলে জানিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।