Last Updated: Thursday, February 14, 2013, 14:05
প্রেম দিবসে অনেক তো হল সিসিডি, বারিস্তা, এই রেঁস্তোরা, সেই পার্ক, সিনেমা হল এখানে ওখানে সেখানে। এবারের প্রেম দিবসটা না হয় সেলিব্রেট করুন দু`জনে শুধু দু`জনের সঙ্গে। বাড়িতেই। সন্ধেবেলা আপনার বাড়িতেই না হয় হোক কান্ডেল লাইট ভ্যালেন্টাইন ডিনার। আর মেনুতে রাখুন আপনার ভালবাসার রেসিপি। ভালেন্টাইন পিজা। আপনার হাতের জাদু আর আমাদের রেসিপি, এই দুইয়ের মেলবন্ধনে আজকের দিনটা ভেরি স্পেশাল হবেই। বাজি রইল।