Last Updated: Tuesday, February 12, 2013, 18:24
প্রেমের সপ্তাহে আজকের দিনটা আলিঙ্গনের। এমন একটা দিনে মন চায় প্রিয় মানুষটার মনকে একেবারে কাছে পেতে। আর কে না জানে মন পাওয়ার সেরা উপায় জিভের তৃপ্তি দেওয়া। তাই আজ শুধু আপনার আর আপনার ওর জন্য থাকল এমন একটা ডিশের কথা যার শুরু, শেষ সবটার সঙ্গেই আছে আলিঙ্গনের ছোঁয়া।