Last Updated: Saturday, March 16, 2013, 21:23
বড়ম্যাচের আগে রেফারিং নিয়ে মনস্তাতিক লড়াই শুরু করে দিলেন মোহনবাগান কোচ। বিপক্ষ দল চলতি মরসুমে এগারোটা পেনাল্টি পেয়েছে। উল্টোদিকে মোহনবাগান শিবিরের দাবি, শিল্ডে তারা বারবারই খারাপ রেফারিংয়ের শিকার হয়েছেন। সাপ্রিসা ম্যাচে ওডাফাকে পেনাল্টি থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি আগের বড়ম্যাচে টোলগের শট ওপারার হাতে লাগা সত্বেও পেনাল্টি দেওয়া হয়নি বলে দাবি মোহনবাগান শিবিরের। তাই ম্যাচের আগেই করিম ভাল রেফারিয়ের পক্ষে সওয়াল করে গেলেন।