রেল মন্ত্রক - Latest News on রেল মন্ত্রক| Breaking News in Bengali on 24ghanta.com
ফের রেল মন্ত্রক ফিরে পাওয়ার আশায় মমতা

ফের রেল মন্ত্রক ফিরে পাওয়ার আশায় মমতা

Last Updated: Friday, March 8, 2013, 19:22

আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস না বিজেপি? কে ক্ষমতায় আসবে তা এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত যে ভোটের পর রেলমন্ত্রক তাঁদের হাতেই আসছে। তবে, কি তিনি বিজেপির হাত ধরার কথা ভাবছেন? নাকি চেষ্টায় আছেন ফের কংগ্রেসের কাছাকাছি আসার? "লোকসভা ভোটের পর রেলমন্ত্রক পাচ্ছে তৃণমূল", মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।