রেহমান মালিকের সঙ্গে - Latest News on রেহমান মালিকের সঙ্গে| Breaking News in Bengali on 24ghanta.com
অসম হিংসায় ভুয়ো এসএমএস, রেহমান মালিকের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অসম হিংসায় ভুয়ো এসএমএস, রেহমান মালিকের সঙ্গে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Last Updated: Sunday, August 19, 2012, 18:28

অসমের দাঙ্গা, হিংসা, বিদ্বেষে উস্কানি দিচ্ছে বিভিন্ন ভুয়ো এমএমএস। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলিতে ভরে যাচ্ছে ভুয়ো ছবিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিং গতকালই জানিয়েছেন এগুলির উত্‍স পাকিস্তান। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে এই বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের অভ্যন্তরীণমন্ত্রী রেহমান মালিকের সঙ্গে।